গুগল ফোন অ্যাপে বড় আপডেট: নতুন ডিজাইনে ব্যবহারকারীর দারুণ অভিজ্ঞতা

গুগল ফোন অ্যাপে বড় আপডেট এসেছে “মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ” ডিজাইনের মাধ্যমে।

শুধুমাত্র রঙ ও বিন্যাস নয়, ব্যবহারযোগ্যতা ও অভিজ্ঞতাতেও যোগ হয়েছে নতুন ফিচার।

ভার্সন ১৮৬–এর মাধ্যমে নতুন নকশা বিশ্বব্যাপী উন্মুক্ত হয়েছে।

হোম স্ক্রিনে একসঙ্গে দেখা যাবে প্রিয় কন্টাক্ট (ফেভারিটস) ও কল হিস্ট্রি, যা আলাদা কার্ডে প্রদর্শিত হবে।

#

ডায়ালিং স্ক্রিনে এসেছে ইনবিল্ট কীপ্যাড, আগের ভাসমান কল বাটনের জায়গায়।

নম্বর লেখার প্যানেলকে করা হয়েছে গোলাকৃতি ও সহজবোধ্য।

ইনকামিং কল রিসিভ বা রিজেক্ট করার জন্য যুক্ত হয়েছে সোয়াইপ-ভিত্তিক নিয়ন্ত্রণ, যা সেটিংস থেকে চালু বা বন্ধ করা যাবে।

কল চলাকালীন বাটনগুলো এখন ডিম্বাকৃতি (পিল-শেপ), কল কাটার বাটন বড় ও দৃশ্যমান।

কিছু ব্যবহারকারীর অভিযোগ, ডুয়াল সিম ফোনে কোন সিম থেকে কল হচ্ছে তা বোঝা কঠিন।

যারা এখনো আপডেট পাননি, তারা গুগল প্লে স্টোর থেকে ভার্সন ১৮৬ ডাউনলোড করতে পারেন।

এ সম্পর্কিত আরও খবর