ফ্লামেঙ্গোর স্বপ্নভঙ্গ, ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে বায়ার্ন মিউনিখ

ফ্লামেঙ্গো ছিল ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে সম্ভাবনাময় দল। আক্রমণভঙ্গি ও বলের দখলে প্রতিপক্ষকে চাপে রেখেও শেষ আটে উঠতে পারেনি তারা। রোববার রাতে হার্ড রক স্টেডিয়ামে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে ৪-২ গোলে হার মানে ব্রাজিলিয়ান ক্লাবটি।

ম্যাচের শুরুটা দারুণ ছিল ফ্লামেঙ্গোর। মাত্র ৬ মিনিটেই প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। এরপর ৯ মিনিটে দূর থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন বায়ার্নের ইংল্যান্ডের খেলোয়াড় হ্যারি কেইন। ৩৩ মিনিটে জেরসনের দুর্দান্ত গোলে ব্যবধান কমায় ফ্লামেঙ্গো। তবে ৪১ মিনিটে গোরেস্কার গোলে আবারও ব্যবধান বাড়ায় বায়ার্ন এবং ৩-১ স্কোরে প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্লামেঙ্গো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইতালির জর্জিনহো। ব্যবধান দাঁড়ায় ৩-২। কিন্তু ৭৩ মিনিটে হ্যারি কেইন তার দ্বিতীয় গোল করে জয়ের পথ পুরোপুরি সুগম করে দেন জার্মান দলটির জন্য।

পুরো খেলায় আক্রমণ, শট ও বল দখলে এগিয়ে ছিল ফ্লামেঙ্গো। তবুও ফলাফলে জয় তাদের সঙ্গী হয়নি। হ্যারি কেইনের জোড়া গোলেই নিশ্চিত হয় বায়ার্ন মিউনিখের বড় জয় এবং কোয়ার্টার নিশ্চিত করার আনন্দ।

এ সম্পর্কিত আরও খবর