ফিফা ক্লাব বিশ্বকাপে বড় ধাক্কা খেল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। দলের তরুণ ডিফেন্ডার রিকো লুইসের নিষেধাজ্ঞার মেয়াদ আরও দুই ম্যাচ বাড়িয়েছে ফিফা। ফলে টুর্নামেন্টের বাকি গ্রুপ ম্যাচ ও শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়েও মাঠের বাইরে থাকতে হবে ২০ বছর বয়সী এই রাইট-ব্যাককে।
উল্লেখ্য, মরক্কোর উইদাদ এসির বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ম্যাচের শেষ ভাগে প্রতিপক্ষ খেলোয়াড় স্যামুয়েল ওবেনকে চ্যালেঞ্জ করে সরাসরি লাল কার্ড দেখেন লুইস। এরপর গত রোববার আটলান্টায় আল আইনের বিপক্ষে সিটির ৬-০ গোলের বড় জয়ে খেলতে পারেননি তিনি।
প্রথমে লুইসের জন্য এক ম্যাচ নিষেধাজ্ঞা নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে তিন ম্যাচ করা হয়। ফলে আগামী বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডোতে জুভেন্টাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ শেষ গ্রুপ ম্যাচ ও পরের নকআউট রাউন্ডেও তাকে পাচ্ছে না ম্যানসিটি।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, “আচরণবিধির ১৪ নম্বর অনুচ্ছেদ, ধারা ১, উপধারা (ই) লঙ্ঘনের দায়ে রিকো লুইসকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”
ম্যানচেস্টার সিটি অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল। তবে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন সূত্র জানিয়েছে, সেই আপিলও নাকচ করেছে ফিফার শৃঙ্খলা কমিটি।
লুইসকে না পাওয়ায় জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের আগে রীতিমতো কৌশলগত সমস্যায় পড়েছেন কোচ পেপ গার্দিওলা। কারণ দলে রিকো লুইসই একমাত্র স্বীকৃত রাইট-ব্যাক। যদিও মিডফিল্ডার মাথিউস নুনেজ গত মৌসুমে মাঝে মধ্যে এই পজিশনে খেলেছেন। সর্বশেষ আল আইনের বিপক্ষে রাইট-ব্যাক হিসেবে খেলেছেন তরুণ ডিফেন্ডার আবদুকাদির খুসানোভ। প্রয়োজন হলে সেখানে সেন্টার-ব্যাক মানুয়েল আকাঞ্জিকেও খেলানোর কথা ভাবতে পারেন গার্দিওলা।
তবে শেষ পর্যন্ত লুইসের অনুপস্থিতিতে কার কাঁধে রাইট-ব্যাকের দায়িত্ব পড়ে, সেটিই এখন দেখার বিষয়। পাশাপাশি গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে জুভেন্টাসের বিপক্ষে জয়ের বিকল্পও নেই ম্যানসিটির সামনে।