টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে নেদারল্যান্ডস ক্রিকেট দল

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বুধবার (২৭ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সফরকারী দলের ক্রিকেটাররা। পরে দুপুর ১২টা ৩০ মিনিটের ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন তারা।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ ২০২৫। টুর্নামেন্টের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির আমন্ত্রণে এবারই প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এল ডাচরা।

সিলেটে পৌঁছে আজ বিশ্রামে থাকবেন অতিথি দলের খেলোয়াড়রা। আগামীকাল সন্ধ্যায় এবং পরশু দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন তারা।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই সিলেটে সন্ধ্যা ছয়টায় শুরু হবে।

এ সম্পর্কিত আরও খবর