আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। এর পরপরই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের সূচির সঙ্গে ভেন্যুও জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আমিরাতেই হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। এবারের আসরে অংশ নেবে আটটি দল। একই গ্রুপে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।
টুর্নামেন্ট শেষে ২ অক্টোবর শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচটি হবে ৩ অক্টোবর এবং তৃতীয় ও শেষ ম্যাচ ৫ অক্টোবর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজায়।
টি-টোয়েন্টি সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে লড়াই। ৮ অক্টোবর হবে প্রথম ওয়ানডে, এরপর ১১ অক্টোবর দ্বিতীয় ও ১৪ অক্টোবর তৃতীয় ওয়ানডে। ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।