জাতীয় কোরআন প্রতিযোগিতায় প্রথম বুশরা ইসলাম নাফিজা

আল খায়ের ফাউন্ডেশন আয়োজিত জাতীয় পর্যায়ের কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন পটুয়াখালীর কিশোরী বুশরা ইসলাম নাফিজা।

গত মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার গুলশানে আয়োজিত এ প্রতিযোগিতায় তিনি প্রথম হন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসায় ভাসছেন বুশরা।

বুশরা ইসলাম নাফিজা পৌর সদরের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ রোড এলাকার হাফেজ মো. বেল্লাল হোসেন ও হাফেজা ফারজানা আক্তারের মেয়ে। বুশরা বর্তমানে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

বুশরার বাবা হাফেজ বেল্লাল হোসেন জানান, “পরিবার প্রচারবিমুখ হলেও বিষয়টি ছড়িয়ে পড়েছে। আল্লাহ চাইলে এবার কাতারে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেবে সে।”

#

তিনি আরও বলেন, তার স্ত্রী ফারজানা আক্তার স্থানীয় আলহেরা বালিকা হিফজ মাদ্রাসা পরিচালনা করেন। মেয়ের কোরআন শিক্ষার প্রধান শিক্ষক ছিলেন তিনি নিজেই।

বুশরার এ অর্জনে বুধবার (২৭ আগস্ট) জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদসহ স্থানীয় রাজনৈতিক নেতারা তার বাড়িতে গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান।

এ সম্পর্কিত আরও খবর