মিরসরাইয়ে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দের সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার উদ্যোগে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) নিজামপুর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির, এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আনোয়ার উল্লাহ আল মামুন।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার আমীর মোঃ আলা উদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলা উদ্দিন সিকদার বলেন, “ইসলামী আন্দোলনে ‘সাবেক’ বলে কিছু নেই। দ্বীনের খেদমতে সক্রিয় থাকতে হবে মূল সংগঠনের ছায়াতলে। সকল প্রকার মান-অভিমান ভুলে, ঈমানি দায়িত্ববোধ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, “ইসলামী আন্দোলনে পিছিয়ে থাকার সুযোগ নেই। দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ‘শিলাপরায় প্রাচীরের’ মতো দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।”

#

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত আরও খবর