মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) হিঙ্গুলী ইউনিয়নের মান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে চায়। ন্যায়বিচার, শিক্ষা, স্বাস্থ্য এবং রাজনৈতিক স্বাধীনতা—এই চারটি স্তম্ভের ওপর আমরা একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে চাই। দেশের জনগণ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি ও বৈষম্যের যাঁতাকলে পিষ্ট। জামায়াত ইসলামী বিশ্বাস করে, ইসলামী আদর্শে দেশ পরিচালিত হলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
তিনি আরও বলেন, “আমরা গণতন্ত্র, আইনের শাসন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে পরিবর্তন চাই। এ লক্ষ্যে প্রতিটি কর্মীকে ত্যাগ, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী। তিনি কর্মীদেরকে আদর্শিকভাবে শক্তিশালী হওয়ার এবং সমাজে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের সূরা সদস্য নুরুল আলম, হিঙ্গুলী ইউনিয়ন জামায়াত নেতা মিজানুর রহমান, হাফেজ বেলাল হোসাইন, দেলোয়ার হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।