চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ও মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাল সংস্কার কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।
পরিদর্শনকালে স্থানীয় এলাকাবাসী জানান, কিছুদিন পূর্বে বিএডিসির উদ্যোগে গোভনিয়া খাল খনন কাজ শুরু হলেও আবুতোয়ারাব বাজার এলাকার খালের ওপর গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো অক্ষত রেখেই সংস্কার কার্যক্রম শেষ করা হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো আবুতোয়ারাব বাজার ও বড়তাকিয়া-আবুতোয়ারাব সড়ক পানিতে তলিয়ে যায়। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
তারা অভিযোগ করে বলেন, গোভনিয়া খালসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনার কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল সংস্কারের দাবি জানান তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির নেতা সোহাগ ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে খাল খননে অনিয়ম, অবৈধ স্থাপনা রেখে সংস্কার এবং হাজার হাজার মানুষকে জলাবদ্ধতায় ভোগান্তিতে ফেলার অভিযোগ এনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।