বৃষ্টিকে উপেক্ষা করেই শাহবাগে ছাত্রদলের সমাবেশ

জুলাই মাসের ‘গণতান্ত্রিক অভ্যুত্থান’ দিবসের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র সমাবেশ শুরু হয়েছে ঢাকার শাহবাগে। টানা বৃষ্টি উপেক্ষা করেই দুপুরের পর থেকে শাহবাগে সমবেত হয়েছেন সারাদেশ থেকে আসা ছাত্রদলের হাজারো নেতাকর্মী।

রবিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে কিছু নেতাকর্মী ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করলেও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মাইকে নেতাকর্মীদের অবস্থানে থাকার আহ্বান জানান। তিনি বলেন, “যত ঝড়-বৃষ্টিই আসুক না কেন, আমরা সমাবেশস্থল থেকে সরে যাবো না। সবকিছু উপেক্ষা করেই সমাবেশ সফল করবো।”

তার নির্দেশনায় নেতাকর্মীরা আবারও সারিবদ্ধ হয়ে অবস্থান নেয় এবং স্লোগান দিতে থাকে। শাহবাগ মোড় এবং আশপাশের রাস্তাগুলোতে তিল ধারণের জায়গা নেই। ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন জেলা, উপজেলা থেকে আসা নেতাকর্মীরা দলে দলে অবস্থান নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। এছাড়াও বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

#

এদিকে, সমাবেশ কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচলে ধীরগতি দেখা দেয়।

এ সম্পর্কিত আরও খবর