বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মিরসরাই উপজেলার উদ্যোগে “জুলাই দ্রোহ” শীর্ষক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে পৌর সদরের বনফুল দোকানের সামনে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর নুরুল কবির, রাঙামাটি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শহিদুল ইসলাম এবং উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাজিদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরসরাই থানা ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসাইন।
বক্তারা “জুলাই দ্রোহ”-এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রশিবির সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বক্তারা আরও বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত ছাত্রসমাজই পারে এই জাতিকে সঠিক পথে পরিচালিত করতে। এজন্য ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।