জামায়াত আমির ডা. শফিকুর রহমান অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, প্রাজ্ঞ চিকিৎসক ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ জননেতা ডা. শফিকুর রহমান শারীরিকভাবে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দলের কেন্দ্রীয় দফতর থেকে জানানো হয়েছে, বর্তমানে তাঁর চিকিৎসা কার্যক্রম চিকিৎসকদের তত্ত্বাবধানে চলমান রয়েছে এবং শারীরিক অবস্থার উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ অবস্থায়, দেশ-বিদেশে অবস্থানরত জামায়াতপন্থী সকল ভাই-বোনের প্রতি ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

এক আবেগঘন বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়েছে— “আসুন, আমরা সকলে সম্মানিত আমিরে জামায়াতের সুস্থতার জন্য কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি।

হে রাজাধিরাজ, আরশের মালিক! আপনি আপনার প্রিয় গোলাম, আমাদের সম্মানিত রাহবারের প্রতি রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং পূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন।

#

হে রাব্বুল আলামিন! তাঁর চিকিৎসায় নিয়োজিতদেরকে সর্বোত্তম চিকিৎসাসেবা সম্পাদনের তাওফিক দিন। আমিন।”

এদিকে জামায়াতের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আহ্বান জানাচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ দোয়া ও ইবাদতের আয়োজন করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর