মিরসরাইয়ে বিএনপি-যুবদলের পাঁচ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে বহিষ্কারের দাবিতে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাদের রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে দলের বাইরে ঠেলে দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে মিরসরাই উপজেলা সদরে দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে, মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন এবং জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলামকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ভেতরগত সংঘাত ও হানাহানি সৃষ্টির অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

#

বহিষ্কারের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর। তিনি বলেন, রাউজানে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মিরসরাইয়ের কয়েকজন ত্যাগী নেতাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যাঁরা বহিষ্কৃত হয়েছেন, তাঁরা দলের দুঃসময়ে মাঠে সক্রিয় ছিলেন। অথচ আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিছু সুবিধাবাদী ব্যক্তির মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করা উচিত।

এ সম্পর্কিত আরও খবর