বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা শাখার উদ্যোগে স্বাগত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে এ মিছিলের আয়োজন করা হয়।
এসময় কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ব্যানার হাতে নিয়ে স্লোগানের মাধ্যমে ঢাকায় আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান সমাবেশ সফল করার জন্য।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশটি পরিচালনা করেন জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা জামায়াতের আমীর ও বারইয়ারহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের জনগণের অধিকার আদায়, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর চলমান আন্দোলন একটি ন্যায়সঙ্গত প্রয়াস। আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের মাধ্যমে এ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানাই।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন- থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোক্তার আহমেদ, সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন, অর্থ ও প্রচার সম্পাদক আবদুল গফুর, পেশাজীবী সম্পাদক মোহাম্মদ ফারুক, অফিস সম্পাদক মুসলিম উদ্দিন, শুরা ও কর্ম পরিষদের সদস্য জসিম উদ্দিন, মাওলানা আরিফুর রহমান ও নুরুল আলম।
এছাড়াও মিছিলে জোরারগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়নের আমীর, সভাপতি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।