বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমান রাজনৈতিক ও ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশের জন্য সংখ্যানুপাতিক (PR) নির্বাচনি ব্যবস্থা কতটা উপযোগী তা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন। তিনি রাজনৈতিক নেতাদের প্রতি এই ব্যবস্থার সম্ভাব্য প্রভাব গভীরভাবে বিবেচনা করার অনুরোধ জানান।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিএনপির আয়োজনে ‘গণ-অভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, “সংখ্যানুপাতিক নির্বাচনি ব্যবস্থা ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে ওঠতে পারে কি-না, তা সব রাজনৈতিক নেতাকে ভেবে দেখার অনুরোধ করবো।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পরই আমার প্রথম বক্তব্যে বলেছিলাম—তাদের স্মরণে যাঁরা গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, সেই শহীদ মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। অনেকেই তাঁদের প্রিয় স্বামী ও ভাইকে হারিয়েছেন। বহু ত্যাগের বিনিময়ে ৫ আগস্ট বাংলাদেশের জন্য আরেকটি বিজয়ের দিন হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। শহীদরা শুধু তাঁদের স্বজন নন, তাঁরা দেশের গৌরব, মুক্তিকামী জনতার প্রতীক। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই।”
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিএনপি ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এই আয়োজনের অংশ হিসেবে ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।