প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর ফোনালাপ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ সোমবার (৩০ জুন) সন্ধ্যায় টেলিফোনে কথা বলেছেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া এই ফোনালাপ প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এ সংলাপ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, বন্ধুসুলভ ও গঠনমূলক। দুই নেতার কথোপকথনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন ঘটেছে।

এদিকে, ওয়াশিংটন থেকেও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন।

ফোনালাপে উভয় নেতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তারা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

#

বিশ্লেষকদের মতে, এই ফোনালাপ ভবিষ্যতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত আরও খবর