উদ্ধার গাড়ি ও টাকা

ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার ৩

রাজধানীর মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন—মো. শামিম রহমান (২৯), মো. মিজান রহমান (৫১) ও রবিউল ইসলাম জুয়েল (৪২)।

২৭ থেকে ২৯ জুন পর্যন্ত ঢাকা ও ঝালকাঠিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস ও নগদ ৮৯ হাজার টাকা।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ২৬ জুন নবাবপুর থেকে সিটি ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় খলিল মিয়া ও ইব্রাহীম হোসেন রিফাতকে ডিবি পরিচয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে মারধর করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের হাত-পা বেঁধে সাইনবোর্ড এলাকায় ফেলে পালায় ডাকাতরা।

তিনি আরও বলেন, ঘটনার পর মতিঝিল থানায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশ। গ্রেফতার মিজানের বিরুদ্ধে আরও দুটি ডাকাতির মামলা রয়েছে। মামলার তদন্ত ও বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।

এ সম্পর্কিত আরও খবর