জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা ও ইমাম সম্মাননা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও শ্রেষ্ঠ ইমামদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক।

এসময অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরস সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, মাওলানা শাহ নেসারুল হক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান। স্বাগত বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন।

আয়োজকরা জানিয়েছেন, দেশের ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশ সাধন, তরুণ প্রজন্মের নৈতিক চেতনা জাগ্রতকরণ এবং ধর্মীয় নেতৃত্বের উৎকর্ষতা বৃদ্ধি করতেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতার ৩টি গ্রুপে ৯ জন করে মোট ২৭ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্য থেকে জাতীয় পর্যায়ে ৩ জন, বিভাগীয় পর্যায়ে ২৪ জন, জেলা পর্যায়ে ১৯২ জন এবং ৬৪ জন শ্রেষ্ঠ খামারী ইমামকে পুরস্কার প্রদান করা হয়।

#

হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীর জন্য ২ লক্ষ টাকা, দ্বিতীয় স্থানে দেড় লক্ষ এবং তৃতীয় স্থানে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। সীরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় ৪৫ হাজার এবং তৃতীয় ৪০ হাজার টাকা। শ্রেষ্ঠ ইমাম ও খামারী ইমামদের জন্যও নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এর আগে শনিবার ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে চূড়ান্ত প্রতিযোগিতা ও শ্রেষ্ঠ ইমাম নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়।

এ সম্পর্কিত আরও খবর