জুলাইজুড়ে পদযাত্রা করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে।

রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি জানান, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে এবং দেশের ৬৪টি জেলাতেই ধারাবাহিকভাবে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জনগণের মাঝে জাতীয় ঐক্য, রাজনৈতিক সচেতনতা এবং দেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।

তিনি আরও বলেন, “জুলাই আমাদের আত্মত্যাগের মাস। শহীদ আবু সাঈদের আদর্শ ও আত্মত্যাগের স্মরণে আমরা নতুন প্রজন্মকে দেশ গঠনে আহ্বান জানাচ্ছি। এনসিপি জনগণের দল, আমরা জনগণকে নিয়েই এগিয়ে যেতে চাই।”

এ সম্পর্কিত আরও খবর