আগামী রবিবার আংশিক সূর্যগ্রহণ

সম্প্রতি বিশ্ববাসী দেখেছে রক্তিম চাঁদ বা ‘ব্লাড মুন’। এর ঠিক পরপরই ঘটতে যাচ্ছে আরেকটি মহাজাগতিক ঘটনা—আংশিক সূর্যগ্রহণ।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বাংলাদেশ সময় রোববার রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে গ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ হবে সোমবার দুপুর ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং বিকেল ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শেষ হবে। মোট সময়কাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।

এটি বাংলাদেশসহ উপমহাদেশে দৃশ্যমান হবে না। গ্রহণ দেখা যাবে মূলত নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকায়।

আন্তর্জাতিক সময় অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে। অ্যান্টার্কটিকার যুমন্ট ডিউরভিল আবহাওয়া কেন্দ্র থেকে সর্বোচ্চ গ্রহণ হবে স্থানীয় সময় ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে। অ্যান্টার্কটিকার আলেকজেন্ডার দ্বীপ থেকে গ্রহণ শেষ হবে স্থানীয় সময় ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে।

এ সম্পর্কিত আরও খবর