মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশের মৎস্য খাতে বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো। এই খাতের টেকসই উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। এজন্য গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান তিনি।
শুক্রবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘তৃতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর সাসটেইনেবল ফিশারিজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অতিরিক্ত মাছ ধরা, অবৈধ জাল ব্যবহার ও কৃষিতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগের কারণে মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। ইলিশ আহরণেও জলবায়ু পরিবর্তন, দূষণ ও নদীর নাব্যতা হ্রাস বিরূপ প্রভাব ফেলছে। মিঠা পানির মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ এবং হাওরের পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ফরিদা আখতার হাওর গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন। আরও বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রসহ অন্যান্যরা।
তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের ১১টি সেশনে প্রায় আড়াই শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে।