নাফ নদী থেকে ফের ১১ জেলে আটক করেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ফের জেলেদের আটক করেছে আরাকান আর্মি। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নাইক্ষ্যংদিয়া মিয়ানমার অংশ থেকে দুটি ট্রলারসহ ১১ জন জেলেকে তারা ক্যাম্পে নিয়ে যায়।

আটককৃতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ও ৬ জন রোহিঙ্গা জেলে রয়েছেন।

বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি জানান, এর আগে তার একটি ট্রলারসহ ১২ জেলেকে আটক করা হলেও এখনো তাদের ফেরত দেওয়া হয়নি।

টেকনাফ ইউএনও শেখ এহেসান উদ্দিন বলেন, জেলেদের সবসময় সতর্ক থাকতে হবে এবং সীমান্ত অতিক্রম না করতে হবে।

#

জানাগেছে, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বিজিবির প্রচেষ্টায় এর মধ্যে ১৮৯ জন জেলে ও ২৭টি নৌযান ফেরত এসেছে।

এ সম্পর্কিত আরও খবর