থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা

গত বছরের ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন,

একটি পিস্তল উদ্ধার করলে পুরস্কার ৫০ হাজার টাকা

চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ টাকা

এসএমজি উদ্ধার করলে ১ লাখ ৫০ হাজার টাকা

এলএমজি উদ্ধার করলে ৫ লাখ টাকা

প্রতিটি গুলি উদ্ধারে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।

অস্ত্র উদ্ধারকারী বা সহযোগীদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

#

এ সময় তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। আত্মীয়স্বজন বা প্রভাবশালীর পরিচয়ে নিয়োগ বাণিজ্যে জড়িত থাকলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর