তৌহিদ আফ্রিদি বরিশালে গ্রেপ্তার

মাই টিভির চেয়ারম্যানের ছেলে ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।

রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের বাংলা বাজার এলাকার একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা সিআইডির একটি টিম থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, রাত ১১টার দিকে গ্রেপ্তারকৃত তৌহিদ আফ্রিদিকে নিয়ে সিআইডি পুলিশ ঢাকার উদ্দেশে রওনা হন।

এ সম্পর্কিত আরও খবর