একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয় দুইবার সমাধান হয়েছে: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

একাত্তরের গণহত্যা ইস্যুসহ অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা সফরকালে দু’দেশের ডেলিগেশন পর্যায়ের বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইসহাক দার বলেন, “প্রথম ধাপে ১৯৭৪ সালে একাত্তর ইস্যুর নিষ্পত্তি হয়। ওই সময়কার দলিলটি ছিল দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে প্রকাশ্যে বিষয়টির সমাধান করেছেন। ফলে বিষয়টির সমাধান দুইবার হয়েছে— একবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০০-এর শুরুতে।”

তিনি আরও বলেন, উভয় দেশ এখন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায়। মুসলিমদের মন পরিষ্কার রাখতে বলা হয়েছে উল্লেখ করে অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

#

ইসহাক দারের ভাষায়, “আমি মনে করি, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।”

এর আগে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়। এ সময় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে।

এ সম্পর্কিত আরও খবর