সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন, মিলেনি আঘাতের চিহ্ন

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়।

ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শেখ মো. এহসানুল ইসলাম জানান, মরদেহটি পানি থেকে উদ্ধার হওয়ায় হালকা পচন শুরু হয়েছিল। বাইরে ও ভেতরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও দাঁত, চুল, লিভার, কিডনি ও পাকস্থলীর কিছু অংশ সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন আসার পর বিস্তারিত জানা যাবে।

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকা-তে জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। ওই দিন রাতেই ছেলে ঋত সরকার রমনা থানায় একটি নিখোঁজ জিডি করেন।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান জানান, শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের বলাকির চর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

#

পরিবার জানায়, মরদেহ বুঝে পাওয়ার পর ঢাকার সিদ্ধেশ্বরীর বাসায় নেওয়া হবে। সেখান থেকে শেষকৃত্যের জন্য সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর