সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করতে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
মঙ্গলবার ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন, তাই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।
সেনাপ্রধান আরও বলেন, দেশের মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে। তাই সেনাসদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্ব বজায় রাখতে হবে এবং কোনো প্রতিশোধমূলক কাজে জড়ানো যাবে না।
তিনি জানান, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নারী নির্যাতনের অভিযোগে দুই সেনা সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।