স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কেউই নির্বাচন ঠেকাতে পারবে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে দাবি করেছে। এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “রাজনীতির ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তার উপরে কারও কিছু বলার নেই। তিনি যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বলল, তা শোনার আমাদের দরকার নেই।”
বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে সংরক্ষণের কারণে আলুর মজুত বেড়েছে। কারওয়ান বাজারের সঙ্গে অন্যান্য বাজারে আলুর দামে ৪–৫ টাকার পার্থক্য থাকায় কৃষক ও ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি বলেন, “কৃষক ন্যায্যমূল্য না পেলে ভবিষ্যতে আলু চাষ কমে যাবে, তখন আবার দাম বেড়ে যাবে। মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক দাম পান না, আবার ভোক্তাকেও বেশি দামে কিনতে হয়।”
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত বড় চাঁদাবাজই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।
পলিথিন প্রসঙ্গে তিনি বলেন, “পলিথিনের কোনো উপকারিতা নেই। বরং এটি মাটি নষ্ট করছে, পানি প্রবাহে বাধা দিচ্ছে এবং সহজে নষ্টও হয় না। আমরা যদি পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার করি, কৃষক লাভবান হবে, পরিবেশও সুরক্ষিত থাকবে।”