মালয়েশিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ১১-১৩ আগস্ট তিন দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে। এর মধ্যে শ্রমবাজারে বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্তি পাঠানো, জ্বালানি, গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং বিনিয়োগ সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত।

দ্বিপক্ষীয় বৈঠকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি ও তাদের পাসপোর্ট সমস্যা নিয়েও আলোচনা হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে তিনি বলেন, মিয়ানমারে গৃহযুদ্ধ চলায় এখনো অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান জানান, সফরে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি খাত, ব্যবসায়িক কাউন্সিল গঠন ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হতে পারে।

#

প্রধান উপদেষ্টা সফরে মালয়েশিয়ার বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং কেবাংসাং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন।

এ সম্পর্কিত আরও খবর