যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-দাম্মাম রুটের একটি ফ্লাইট। যাত্রীদের বিকল্প উড়োজাহাজে গন্তব্যে পাঠানো হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৪৯ ফ্লাইটটি প্রায় এক ঘণ্টা আকাশে ওড়ে। এরপর বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজটি দিয়ে ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল। এ উড়োজাহাজের ধারণক্ষমতা প্রায় সাড়ে ৪০০ জন এবং ফ্লাইটটিতে যাত্রী সংখ্যাও ছিল প্রায় পূর্ণ।
উড্ডয়নের কিছু সময় পর পাইলট কেবিন প্রেশারের একটি বিপদ সংকেত পান। ঝুঁকি এড়াতে দ্রুত ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি।
এ বিষয়ে বিমানের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্বে) আল মাসুদ খান জানান, “বৈমানিকরা কেবিন প্রেশারের একটি বিপদ সংকেত পান। কোনো ধরনের ঝুঁকি না নিয়ে তারা ঢাকায় ফিরে আসেন।”
তিনি আরও জানান, “যাত্রীদের এরই মধ্যে অন্য একটি উড়োজাহাজে দাম্মামের উদ্দেশে পাঠানো হয়েছে। আর ফেরত আসা উড়োজাহাজটি বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ পরীক্ষা করেছে। সবকিছু স্বাভাবিক থাকায় রাতেই এটি অন্য ফ্লাইটে ব্যবহৃত হবে।”