রাজউকের পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ৬ মামলা বিচার শুরুর জন্য বিশেষ জজ আদালতে বদলির আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব।
রোববার এসব মামলায় গেজেট প্রকাশের তথ্য আদালতকে জানান দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। বিজি প্রেস থেকে প্রকাশিত গেজেটে বলা হয়, আসামিরা আত্মগোপনে রয়েছেন এবং গ্রেপ্তারের সম্ভাবনা নেই। ফলে তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে।
মামলার আসামিদের মধ্যে আছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব, মেয়ে আজমিনা সিদ্দিক, কয়েকজন সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা এবং রাজউকের সাবেক কর্মকর্তারা।
চলতি বছরের জানুয়ারিতে পৃথক ৬টি মামলা করে দুদক। সবগুলো মামলায় অভিযোগপত্র দাখিল এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ১৯৫৮ সালের ক্রিমিনাল ল’ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী অনুপস্থিত আসামিদের বিরুদ্ধেই বিচার হবে।