রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি বলে জানিয়েছে দলটির পক্ষ থেকে। এ কারণে অন্যান্য দলের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকলেও বিএনপির কোনো নেতা সেখানে যাননি।
শনিবার (১৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বরাতে তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপি দাওয়াত পায়নি।
অন্যদিকে, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সব দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সব দলের পক্ষ থেকেই সাড়া মিলবে এবং নেতৃস্থানীয় পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
শনিবার দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম পর্ব শুরু হয়, যা উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর এবং পরিচালনা করে সাইমুম শিল্পী গোষ্ঠী।
সমাবেশে জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির প্রবর্তন, জুলাই গণহত্যার বিচারের দাবি এবং নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ সাত দফা দাবি উত্থাপন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।