আওয়ামী লীগকে দেশের জনগণই উৎখাত করেছে, তাদের আর ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “আওয়ামী লীগের পতন স্বাভাবিক প্রক্রিয়ায় নয়, গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। তাদের ‘তওবার সুযোগ’ ছিল, কিন্তু গত পরশু গোপালগঞ্জে আমাদের কর্মসূচিতে হামলার পর সেই সুযোগও আর রইল না।”
শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় নারায়ণগঞ্জের চাষাড়া বিজয় স্তম্ভে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “যারা জনগণের রায়েই ক্ষমতাচ্যুত, তাদের পুনর্বাসনের অর্থ হবে—আবার দুঃশাসনের জন্ম দেওয়া। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই।”
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গে তিনি বলেন, “গত পরশু আমাদের ওপর হামলা চালানো হয়েছে। অথচ কিছু কথিত বুদ্ধিজীবী এই হামলাকারীদের পক্ষেই অবস্থান নিচ্ছেন। তারা হয়তো আওয়ামী লীগের ‘ডেডলিস্টে’ নেই, কিন্তু আমরা আছি। কারণ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নেমেছি, সংগ্রাম করছি।”
তিনি আরও বলেন, “আপনারা হয়তো আওয়ামী লীগের আত্মীয়, ব্যবসায়ী, কারও কারও মন্ত্রীর মেয়ের জামাই। তাই আওয়ামী লীগের প্রতি আপনারা ‘সুশীলতা’ দেখাতে পারেন। কিন্তু আমি হাসনাত আবদুল্লাহ, আওয়ামী লীগের সঙ্গে কোনো সুশীলতা করবো না। কারণ আওয়ামী লীগের পুনর্বাসন মানে আমাদের রাজনৈতিক মৃত্যু।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন—জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় সংগঠক আহমেদুর রহমান তনু, স্থানীয় নেতৃবৃন্দসহ অনেকে।