গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বুধবার দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে প্রশাসন। কারফিউ চলাকালীন রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে। তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান।
কারফিউ জারির পর থেকে জেলায় আতঙ্ক ও থমথমে পরিবেশ বিরাজ করছে। গত রাত থেকে সীমিত সংখ্যক রিকশা চললেও অন্যান্য যানবাহন বন্ধ ছিল। দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠানও খোলা হয়নি। একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়নি। শহরের রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও দেখা যায়নি।
আজ বৃহস্পতিবার ভোর থেকে এখনো পর্যন্ত রাস্তাঘাট, হাটবাজার জনশূন্য। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কারফিউ চললেও কোথাও টহল দেখা যায়নি। তবে জেলা কারাগারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।