গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের পৌর পার্কে দলটির সমাবেশ শেষে নেতা-কর্মীদের গাড়িবহর লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তবে তাদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস জানান, সন্ধ্যা পর্যন্ত চারজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানিয়েছেন।