ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরাল নির্বাচন কমিশন

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় দলটির নির্বাচনী প্রতীক ‘নৌকা’ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

বুধবার (১৬ জুলাই) সকালে গণমাধ্যমকে তিনি বলেন, “কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। এর পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি তোলে, নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় ‘নৌকা’ প্রতীক তফসিলভুক্ত রাখা নির্বাচন বিধিমালার পরিপন্থী।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে জানান, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওয়েবসাইট থেকে প্রতীকটি সরানো হয়েছে।”

#

এ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার একাধিক কর্মকর্তা জানান, দল হিসেবে আওয়ামী লীগ বিলুপ্ত না হওয়া পর্যন্ত প্রতীকটি চূড়ান্তভাবে বাতিল হচ্ছে না। তবে নিবন্ধন স্থগিত থাকলে ইসি ওয়েবসাইট থেকে প্রতীকটি সরিয়ে রাখতে পারে।

এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটি ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনের সমালোচনা করে লেখেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?”

সম্প্রতি নির্বাচন পরিচালনা বিধিমালার একটি খসড়ায় ১১৫টি প্রতীক সংরক্ষণের প্রস্তাব রাখা হয়। এতে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ যুক্ত হলেও নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ বহাল রাখা হয়, যা ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়।

বর্তমানে নির্বাচন কমিশনের তফসিলভুক্ত প্রতীকের সংখ্যা ৬৯টি। এর মধ্যে ৫১টি রাজনৈতিক দলের জন্য এবং ১৮টি স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। নতুন তালিকা চূড়ান্ত হলে এই সংখ্যা ১১৫টিতে দাঁড়াবে।

এ সম্পর্কিত আরও খবর