নিবন্ধনের দৌড়ে এনসিপিসহ ১৪৪টি দলই বাদ, সংশোধনে পেল ১৫ দিনের সময়

নিবন্ধনের জন্য আবেদন করা নতুন ১৪৪টি রাজনৈতিক দলের কেউই নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি। কাগজপত্রে ঘাটতি থাকায় দলগুলোকে ১৫ দিনের মধ্যে তা সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সব দলই এ তালিকায় রয়েছে।

ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২টি এবং দ্বিতীয় ধাপে ৮২টি দলকে চিঠি দেওয়া হবে। এর আগে আবেদন করার শেষ সময় ছিল ২০ এপ্রিল, পরে তা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। মোট ১৪৪টি দল ১৪৭টি আবেদন জমা দেয়।

আবেদন করা দলের মধ্যে রয়েছে—বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি, মুসলিম জনতা পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ নাগরিক দল, বাংলাদেশ জাস্টিস পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মৌলিক বাংলা, খেলাফত ইসলাম, ছাত্রজনতা পার্টি, এবং আরও অনেক দল।

আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য একটি কেন্দ্রীয় কমিটি, ৩৩% জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটিতে ২০০ ভোটারের সমর্থন থাকতে হয়। কেউ পূর্বে এমপি হলে বা ৫% ভোট পেলে সেটিও বিবেচনায় আসে।

#

বর্তমানে নিবন্ধিত দল ৫১টি। ২০০৮ সালে প্রথা চালুর পর ৫৫টি দল নিবন্ধন পেলেও শর্ত না মানায় বা আদালতের আদেশে ৫টি দলের নিবন্ধন বাতিল হয়। জামায়াতে ইসলামী আদালতের রায়ে নিবন্ধন ফিরে পেলেও এখনো ইসির চূড়ান্ত অনুমোদন পায়নি।

এ সম্পর্কিত আরও খবর