প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে। বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। তাদের সবাইকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় প্রশিক্ষিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অস্থিতিশীলতা মোকাবেলায় প্রয়োজনীয় পরিকল্পনা ও সমন্বয় আগেভাগেই শেষ করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।