প্রবাসী ভোটার ইস্যুতে ইসিকে সহযোগিতার আগ্রহ আন্তর্জাতিক প্রতিনিধিদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তারা প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন, ভোটাধিকার নিশ্চিতকরণ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে কার্যকর যোগাযোগ নিয়ে আলোচনা করেন।

এ সময় ড. শহিদুল আলম বলেন, প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে তারা সচেতনতা বাড়ানোর কাজ করবে। ‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল’ বৈশ্বিক নাগরিক সংগঠন হিসেবে প্রবাসীদের রেজিস্ট্রেশনে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে। বৈঠকে ডিজিটাল পোর্টাল ও দূতাবাসগুলোর তথ্য কেন্দ্র স্থাপনের মত উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

প্রতিনিধিরা বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব ইসির, তবে তাদের কাজ হবে প্রচার ও বার্তা পৌঁছাতে সহায়তা করা।

এ সম্পর্কিত আরও খবর