ফেনীতে ভারী বৃষ্টিপাতে বন্যার শঙ্কা, প্রস্তুত ১৩১টি আশ্রয়কেন্দ্র

টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানি ঢুকে পড়ায় ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা প্রস্তুতি।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মানুষদের নিরাপদে সরিয়ে নিতে ফুলগাজী ও পরশুরামে মোট ১৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ফুলগাজীতে ৩২টি মাধ্যমিক ও ৬৭টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরামে ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। এসব কেন্দ্রে শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে।

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় ২৪ ঘণ্টা কার্যকর কন্ট্রোল রুম চালু করা হয়েছে। প্রয়োজনে যোগাযোগ করা যাবে এই নম্বরগুলোতে: ০১৮১৮-৪৪৪৫০০ এবং ০১৩৩৬-৫৮৬৬৯৩।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই উপজেলায় ৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফুলগাজী ও পরশুরামে ৪০০ করে মোট ৮০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও, রান্না করা খাবার সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

#

এদিকে, টানা বৃষ্টির প্রভাবে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে প্লাবিত হচ্ছে দুই উপজেলার একাধিক গ্রাম, যার ফলে দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ।

সূত্র: ঢাকা পোস্ট

এ সম্পর্কিত আরও খবর