মিরসরাইয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মিরসরাই উপজেলা শাখার পক্ষ থেকে হেল্পডেস্ক চালু করা হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) নিজামপুর কলেজ, মিরসরাই কলেজ ও মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি, খেজুর, কলম, ফাইল এবং মাস্ক বিতরণসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
এক অভিভাবক মো. জামসেদ বলেন, “শিবিরের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। গরমের মধ্যে পরীক্ষার্থীদের জন্য ঠান্ডা পানি, খেজুর, কলম ও মাস্ক দেওয়াটা এক মানবিক ও সময়োপযোগী কাজ। আমরা অভিভাবকরা এতে খুবই সন্তুষ্ট ও কৃতজ্ঞ।”
মিরসরাই কলেজে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী রায়হান হোসেন বলেন, পরীক্ষার দিনটা একজন শিক্ষার্থীর জন্য খুবই টেনশনের সময়। এর মাঝে যখন দেখি কেন্দ্রের বাইরে ছাত্রশিবিরের ভাইয়েরা আমাদের জন্য ঠান্ডা পানি, খেজুর, কলম, মাস্ক নিয়ে দাঁড়িয়ে আছেন, তখন সত্যিই ভালো লাগে। এমন সহযোগিতা আমাদের মানসিক চাপ অনেকটা কমিয়ে দেয়। এটা শুধু সাহায্য নয়, একধরনের আত্মিক উৎসাহও। তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
হেল্প ডেস্ক এ উপস্থিত ছিলেন ছাত্রশিবির মিরসরাই উপজেলা সভাপতি মোহাম্মদ সাকিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা সভাপতি মোহাম্মদ সাকিব বলেন,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ ও শিক্ষা বান্ধব ছাত্র সংগঠন। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। তাদের স্বার্থে বিভিন্ন সময় নানা ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। পরীক্ষার্থীদের মানসিকভাবে স্বস্তি ও সাহস জোগাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।