মিরসরাইয়ে গাঁজাসহ মাদক কারবারি আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে ১২ কেজি গাঁজাসহ নাছির শরীফ নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২৩ জুন) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক বহনকারী একটি নোহাগাগি জব্দ করা হয়।

আটক নাছির পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার আতরখালী এলাকার আবদুর ওয়াহাব শরীফের পুত্র। বর্তমানে সে চট্টগ্রামের ডাবলমুরিং থানায় ভাড়া বাসায় বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর