ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসদরে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণের দাবিতে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১০টার দিকে মহাসড়কের পাশে বারৈয়ারহাট পৌরবাজার উন্নয়ন কমিটি ও সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাজার উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী ইউসুফ মানিক।
মানববন্ধনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বারৈয়ারহাট পৌরবাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কাজী মো. ওমর ফারুক ও ব্যবসায়ী জাহিদ হোসেন বাপ্পি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পৌরবাজারের ব্যবসায়ী গাজী নিজাম উদ্দিন, বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভেন্ডার, সদস্য নাজমুল হক সোহাগ, নজরুল ইসলাম লিটন, আনোয়ার হোসেন, আবুল বাশার, আব্দুল মান্নান বাবুল, ব্যবসায়ী কামরান সরোয়ার্দী ও নেছারুল ইসলাম।
বক্তারা বলেন, “ব্যস্ততম এই মহাসড়কে প্রতিদিন হাজারো মানুষ পারাপার করেন। কিন্তু নিরাপদ সড়ক পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ফুটওভার সেতু থাকলেও তা দিয়ে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চলাচল করা কঠিন। এতে সাধারণ মানুষ যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।”
তারা আরও বলেন, “দীর্ঘদিন ধরে বারৈয়ারহাটে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণের দাবি জানানো হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুততম সময়ের মধ্যে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ না করলে আগামীতে আরও বড় ধরনের কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”
এ বিষয়ে বারৈয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, “বারৈয়ারহাট এলাকায় মহাসড়ক পারাপারের সময় পথচারীদের দুর্ঘটনার আশঙ্কা বেশি। নিরাপদ পারাপারের ব্যবস্থা হলে দুর্ঘটনা অনেকাংশে কমবে।”