মিরসরাইয়ে ওচমানপুর ও খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. নুরুল আমিন দুই ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ওচমানপুর ও বিকেলে খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন ও মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন।

খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, সাবেক সদস্য সচিব গিয়াস উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক মো. আবুল হাসেম বিএসসি, মিরসরাই কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান আজাদ, ইউনিয়ন বিএনপি নেতা মেজবাউল আলম, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. নুরনবী, ৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সিরাজ, ইউনিয়ন বিএনপি নেতা রবিউল হোসেন, মো. সুজন, মোহাম্মদ আজাদ, আওলাদ হোসেন খোকন, রেজাউল করিম লিটন, মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. জসিম উদ্দিন, মো. রাসেল, মোহাম্মদ হেলাল উদ্দিনসহ খইয়াছড়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে উপজেলার ওচমানপুর ইউনিয়নের মতবিনিময় সভায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের মৎস্য গবেষণা সম্পাদক জহুরুল হকের সঞ্চালনয় ও ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিক মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা মন্নান মাষ্টার আহমেদুর রহমান প্রকাশ গণ্ডু মেম্বার।

#

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. নুরুল আমিন বলেন, ‘যারা সন্ত্রাসী চাঁদাবাজ তাদের বিএনপিতে জায়গা হবেনা। জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি পরিচ্ছন্ন দল হিসেবে কাজ করতে চায়। আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে একটি আধুনিক বাংলাদেশ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে মা-বোনদের কাছে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। কৃষকের জমিতে আর শ্রমিকের বস্তিতে, আর ব্যবসায়ীদের কাছে যেতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর