আগামীকাল বুধবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জানা গেছে, বারৈয়ারহাট গ্রীড উপকেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সময় উপজেলার উপজেলা পরিষদ, মিরসরাই বাজার, পৌরসভা, আবুরহাট, বামনসুন্দর, দুর্গাপুর ও মিঠাছড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।
তারা আরও জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হলে যেকোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।
সকলের সহযোগিতা কামনা করেছেন মিরসরাই ডিজিএম।