মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামে শান্তিশৃঙ্খলা রক্ষায় গ্রামবাসীর সাথে জোরারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বিকালে খিলমুরারী জামে মসজিদ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
খিলমুরারী জামে মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক আলাউল কবির সাত্তারের সভাপতিত্বে এবং খিলমুরারী জামে মসজিদের সদস্য সচিব এম আলতাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম।
এসময় বক্তব্য রাখেন খিলমুরারী জামে মসজিদের ইমাম মাওলানা মুক্তার হোসেন, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, আরশিনগর ফিউচার পার্ক এন্ড রিসোর্টের পরিচালক জামাল উদ্দিন, ইসলাম ড্রাইভার, জাহাঙ্গীর আলম, মনির আহমদ, জহিরুল ইসলাম।
এসময় জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন।