মিরসরাই পৌরসদরে প্রকাশ্যে সাংবাদিক আশরাফকে হত্যার হুমকি, থানায় জিডি

চট্টগ্রামের মিরসরাইয়ে ইকবাল হোসেন ঈমন (২৮) নামে ছিনতাই মামলার এক আসামির বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিককে প্রকাশ্যে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক আশরাফ উদ্দিন একটি জাতীয় দৈনিকের মিরসরাই প্রতিনিধি এবং মিরসরাই প্রেস ক্লাবের সদস্য।

রবিবার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে মিরসরাই পৌরসদরের ফেয়ার কসমেটিকসের সামনে এই ঘটনা ঘটে। পরে আশরাফ উদ্দিন মিরসরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাংবাদিক আশরাফ উদ্দিন জানান, সম্প্রতি স্থানীয় মিঠাছরা বাজারের চিহ্নিত সন্ত্রাসী ইকবাল হোসেন মিঠু (৩৫), ইকবাল হোসেন ভূঁইয়া (৩২) ও ইকবাল হোসেন ঈমনের (২৮) বিরুদ্ধে জাতীয় দৈনিক জনবাণী প্রতিকায় সংবাদ প্রকাশ করা হয়। এ কারণে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। আশরাফের অভিযোগ, ‘গাজীপুর সাংবাদিক হত্যার স্টাইলে’ ঈমন দিবালোকে তাকে তুলে নেওয়ার হুমকি দেন।

তিনি আরও বলেন, সাংবাদিকতা শুরু থেকেই তিনি নির্যাতিত ও অবহেলিত মানুষের পক্ষে এবং অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন।

#

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর