গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঘাদিয়া ইউনিয়ন যুববিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন যুববিভাগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুববিভাগের সভাপতি আহমেদ রাকিব’র সভাপতিত্বে এবং সেক্রেটারী ফারুখ আহাম্মদ শিবলু’র সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আমজাদ হোসেন।

তিনি তার বক্তব্যে বলেন, “গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক অধ্যায়, যার মাধ্যমে জাতি নতুন আশার আলো খুঁজে পেয়েছিল। ৫ আগস্ট আমাদেরকে সেই সংগ্রামী চেতনার কথা স্মরণ করিয়ে দেয়।”

এছাড়াও আলোচনায় অংশ নেন ইউনিয়ন যুববিভাগের সহ-সভাপতি হাফেজ কামরুল হোসেন, সহকারী সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন এবং ক্রীড়া সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

#

অনুষ্ঠান শেষে জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর