মিরসরাইয়ে ৩৬ জুলাই স্মরণে জামায়াতের গণমিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের মিরসরাই থানা শাখার উদ্যোগে ‘৩৬ জুলাই’ স্মরণে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে গণমিছিলটি শুরু হয়। পরে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সমাবেশে সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা আমির মাওলানা নুরুল কবির। প্রধান অতিথি ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুন্নবী, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ইউছুপ বিন আবু বক্কর, উপজেলা সেক্রেটারি আনোয়ার উল্লাহ আল মামুন, বিএম সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, প্রশিক্ষণ সেক্রেটারি মাওলানা আবু বকর, অফিস সেক্রেটারি অধ্যাপক শফিকুল আলম সিকদার, পৌরসভা আমির মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুল ইসলাম টিটু, খৈয়াছড়া ইউনিয়ন সভাপতি হাফেজ একরামুল হক এবং শিবিরের উপজেলা সভাপতি মো. সাকিব হোসেন।

এ সম্পর্কিত আরও খবর