২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এদিন দীর্ঘ পনেরো বছরের একচ্ছত্র শাসনের অবসান ঘটে এবং জনতার শক্তি তার সর্বোচ্চ রূপে প্রকাশ পায়।
অর্থনৈতিক সংকট, বেকারত্ব, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি এবং রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে বহুদিনের ক্ষোভ এই দিনে বিস্ফোরিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ঢাকাসহ বড় বড় শহরে সমবেত হয়।
শান্তিপূর্ণ অথচ দৃঢ় পদক্ষেপে স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে জনতা একসঙ্গে রাস্তায় নামে। সরকারি দমননীতি, গুলি ও গ্রেপ্তারও জনতার ঢল থামাতে পারেনি।
বিকেলের দিকে প্রধানমন্ত্রীর গোপন দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে মানুষের মাঝে বিজয়ের উল্লাস দেখা দেয়।
জনতার রক্ত, ঘাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই সাফল্য শুধু একটি সরকার পতন নয়, বরং স্বাধীনতা ও গণতন্ত্রের নতুন অভিযাত্রার সূচনা। এদিন প্রমাণিত হয়, জনগণই প্রকৃত ক্ষমতার উৎস, আর যখন তারা ঐক্যবদ্ধ হয়, তখন কোনো স্বৈরশাসনই টিকতে পারে না।
২০২৪ সালের গণঅভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক ঘটনার নাম নয়, এটি একটি প্রজন্মের আত্মত্যাগ, স্বপ্ন এবং ন্যায়ভিত্তিক ভবিষ্যতের প্রতিশ্রুতির প্রতীক।